অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার ভবিষ্যতের বিষয়ে বাইডেন এখন অনেক বেশি আশাবাদী


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে তাঁর ১০০ কর্মদিবস অতিবাহিত উপলক্ষে জো বাইডেন বৃহস্পতিবার বলেন তিনি আমেরিকার ভবিষ্যতের বিষয়ে তিনি এখন অনেক বেশি আশাবাদী। এর কারণ হিসেবে তিনি বলেন, দেশটি "আবারও চলতে শুরু করেছে। আমরা আশঙ্কার স্থলে আশা, মিথ্যার পরিবর্তে সত্য, অন্ধকারের পরিবর্তে আলোকে বেছে নিচ্ছি।"

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির অর্থায়নে আটলান্টার কাছে একটি ড্রাইভ-ইন রাজনৈতিক সমাবেশে বাইডেন বক্তব্য রাখেন।

প্রেসিডেন্ট আটলান্টার উত্তর-পূর্বে দুলুথের ইনফিনিট এনার্জি সেন্টার মাঠে উপস্থিত ৩১৫টি গাড়ীর উদ্দেশ্যে বলেন "আপনারা প্রমাণ করেছেন যে গণতন্ত্র জনগণের পক্ষে কাজ করতে সক্ষম।

জানুয়ারিতে জর্জিয়া রাজ্যে যুক্তরাষ্ট্রের সেনেটে র‍্যাফায়েল ওয়ার্নক এবং জন অসফের বিজয়ের কারণে বাইডেনের ডেমোক্র্যাট কেন্দ্রীয় সরকারের একীভূত নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।

প্রেসিডেন্ট গত মাসে সেনেটের ৫০জন ডেমোক্র্যাটের কাছ থেকে তাঁর ১ লক্ষ ৯০ হাজার কোটি ডলারের উদ্ধার পরিকল্পনার অনুমোদন পেয়েছেন।যদিও কোনও রিপাবলিকান এতে ভোট দেয়নি। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও এই আইনটি অনুমোদন লাভ করে।

XS
SM
MD
LG