যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে, যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপের মিত্রদের ইউক্রেনের সীমান্তের কাছে মস্কোর বাহিনী মোতায়েন করা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে এবং রাশিয়া যদি তার ঐ একদা স্যাটেলাইট- রাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে প্রতিক্রিয়া হিসেবে “কঠোর” অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।
দুই নেতা একটি সুরক্ষিত ভিডিও লিংক-আপ‘এ দুই ঘন্টা ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠক শেষে এক পাঠ করা বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, “বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং তিনি সংঘাতের সম্ভাবনা কমানো এবং কূটনীতিতে ফিরে আসার আহবান জানান”। বাইডেন ইউক্রেনে আক্রমণ হলে রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলেছেন কিনা--তার কোন ইঙ্গিত ঐ পঠিত বিবৃতিতে দেয়া হয়নি।
পুতিনের প্রতিক্রিয়া কি ছিল--হোয়াইট হাউজ তার কোন ইঙ্গিত দেয়নি। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, দুই নেতা তাদের টিমকে ঐ বিষয়টি পর্যবেক্ষণ করার দায়িত্ব দিয়েছে এবং যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে তা করবে।
ক্রেমলিন, বাইডেনের সঙ্গে আলোচনায় পুতিনের প্রতিক্রিয়া সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানায়নি।
হোয়াইট হাউজ জানিয়েছে যে, বিশ্বজুড়ে কৌশলগত অস্ত্র স্থিতিশীল রাখা; রাশিয়া থেকে বিপুল পরিমাণ পণ আদায়ের জন্য আক্রমণ চালানো, যা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কম্পিউটার নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল এবং ইরানের পারমাণবিক অস্ত্রের বিকাশ রোধে যৌথ প্রচেষ্টা নিয়েও দুই নেতা আলোচনা করেন।