অ্যাকসেসিবিলিটি লিংক

জেনিভাতে বুধবার বাইডেন-পুতিন শীর্ষ বৈঠক


বৃহৎ দুটি বিশ্বশক্তির শীতল সম্পর্কের মাঝে, প্রেসিডেন্ট বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেনিভাতে বুধবার শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেনI ইংল্যান্ডের কর্নওয়াল শহরে জি-৭ সম্মেলন শেষে প্রথম বিদেশ সফরে, প্রথমবারের মত, তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মিলিত হচ্ছেনI

এনবিসি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শুক্রবার, প্রেসিডেন্ট পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক, সাম্প্রতিক বছরগুলিতে সর্বনিম্ন পর্য্যায়ে এসে দাঁড়িয়েছেI

শনিবার হোয়াইট হাউজ থেকে জানানো হয়, যে প্রেসিডেন্ট বাইডেন, বুধবার শীর্ষ বৈঠক শেষে সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখবেন, যাতে করে সংবাদ মাধ্যম ও অন্যান্য পর্যবেক্ষকেরা তাঁর বুধবারের আলোচনার বিষয় নিয়ে ২০১৮ সালের ট্রাম্প ও পুতিনের হেলসিংকি বৈঠকের ফলাফলের সঙ্গে তুলনা করতে না পারেনI

হেলসিংকি শীর্ষ সম্মেলনের পর, সংবাদ সম্মেলনে, নিজস্ব গোয়েন্দা এজেন্সির তথ্য অবজ্ঞা করে, ট্রাম্প, পুতিনের সঙ্গে সম্মত হন যে, রাশিয়া, ২০১৬ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনে হস্তক্ষেপ করে নিI

XS
SM
MD
LG