অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন প্রশাসন: আগামী মাসে শরণার্থী সংখ্যার সীমারেখা তুলে নেওয়া হবে


ডেমক্রেটিক সতীর্থদের কাছ থেকে ক্রমবর্ধমান সমালোচনার মুখে হোয়াইট হাউজ জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর পূর্বসুরির আরোপিত শরণার্থী প্রবেশের সংখ্যা সীমিত করার আইনটি আগামি মাসে প্রত্যাহার করে নেবেন। গোড়াতে তিনি জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের এই সীমায়িত সংখ্যাই তিনি বহাল রাখবেন।

গতকাল হোয়াইট হাউজ এক বিবৃতি প্রকাশ করে যেখানে বলা হয়েছে যে বাইডেন ১৫ই মে তারিখে, অবশিষ্ট অর্থ বছরের জন্যে এই সংখ্যা চূড়ান্ত ভাবে বৃদ্ধি করবেন। এর আগে গতকালই বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যেখানে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া শরনার্থী প্রবেশের সংখ্যা ১৫ হাজারে সীমিত রাখার বিষয়টি অনুমোদন করা হয়। বাইডেন ঐ আদেশে বলেন যে, মানবিক উদ্বেগ এবং সেই সঙ্গে জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে এই সংখ্যাই যথার্থ।বাইডেন তাঁর ঐ আদেশে এটাও বলেন যে, এই অর্থ বছরের শেষ হবার আগেই যদি ঐ সংখ্যা পূরণ হয়ে যায়, তা হ’লে প্রেসিডেন্ট নতুন করে নির্দেশ দিতে পারেন যাতে করে যথার্থ ভাবে এই সংখ্যা বাড়ানো যায়।

তবে এ রকম ঘোষণার সমালোচনা হলে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি জানান যে, প্রেসিডেন্টের মূল ঘোষণা কিছু বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং বলেন যে, প্রেসিডেন্ট ১৫ই মে নাগাদ এই সংখ্যা বৃদ্ধি করতে পারেন। তবে নতুন করে নির্ধারিত সেই সংখ্যাটি কি হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

XS
SM
MD
LG