যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত এক লক্ষ নব্বই হাজার কোটি ডলারের কভিড ১৯‘এর থোক সাহায্যের অর্থ অনুমোদন করেছে। এই সাহায্যের লক্ষ্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, সরকার এবং লক্ষ লক্ষ আমেরিকানকে সহায়তা প্রদান যাদের জীবন এই করোনাভাইরাস সংকটে তছনছ হয়ে গেছে। ডেমক্র্যাটিক দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে আজ খুব ভোরে আইন প্রণেতারা দলীয় ভাবেই ভোট দিয়েছেন এবং এই প্রস্তাব, পক্ষে ২১৯ এবং বিপক্ষে ২১২ ভোটে অনুমোদন লাভ করে। ২০শে জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর এ ছিল আইন সভায় বাইডেনের প্রথম বড় রকমের বিজয়। এই কভিড ১৯’এর ত্রাণ প্যাকেজটি এখন ১০০ সদস্য বিশিষ্ট সেনেটে যাচ্ছে যেখানে উভয় দলের ৫০ জন করে সদস্য রয়েছেন। সমান সমান ভোট পড়লে ডেমক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সিদ্ধান্ত গ্রহণকারী ভোটটি দেবেন।
ডেমক্র্যাটরা বলছেন যে অর্থনীতিকে চাঙ্গা করতে এবং কভিড ১৯ মহমারির মোকাবিলার জন্য এই পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কভিড ১৯ এ প্রাণ হারিয়েছেন মোট পাঁচ লক্ষ দশ হাজার মানুষ। রিপাবলিকানরা বলছেন, এক লক্ষ নব্বই হাজার কোটি ডলারের এই অর্থ বরাদ্দ করা অত্যন্ত ব্যয়বহুল বিষয়।