অ্যাকসেসিবিলিটি লিংক

সঠিক তথ্য না দেয়াটা এই প্রশাসনের দায়িত্বহীনতা -জো বাইডেন 


প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন সোমবার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে আমেরিকার নিরাপত্তা এজেন্সিগুলিকে সর্বশান্ত করা হয়েছে এবং তাঁর হস্তান্তর দলকে সঠিক তথ্য না দেয়াকে প্রশাসনের দায়িত্বহীনতা বলে উল্লেখ করেনI জো বাইডেন বলেন, "প্রতিরক্ষা ও ম্যানেজমেন্ট-বাজেট দপ্তরের রাজনৈতিক নের্তৃত্বের বহু বাধা আমাদের সইতে হচ্ছেI এই মুহূর্তে বিদায়ী প্রশাসনে থেকে যা আমাদের জানা দরকার, বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে, তা আমাদের দেয়া হচ্ছে নাI এক কথায় যাকে আমি বলবো দায়িত্বহীনতা"I

জো বাইডেন সোমবার তাঁর দলের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেনI তথ্য শেয়ার না করা এবং বিলম্বিত করার কারণে ব্যাপক পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ, তাঁর প্রশাসনের ওপর চাপিয়ে দেয়া হবে বলে তিনি উল্লেখ করেনI উল্লেখযোগ্য উত্তরাধিকার চ্যালেঞ্জের মধ্যে রয়েছে চীন, ইরান ও উত্তর কোরিয়ার হুমকি এবং প্রলয়ংকারী করোনা সঙ্কটের বোঝাI

প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেনকে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের "আমেরিকা ফার্স্ট " নীতির কারণে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত, যুক্তরাষ্ট্রের মৈত্রীকে পুনর্গঠন করতে হবে, যা হবে তাঁর, অন্যতম কঠিন এক চ্যালেঞ্জI

XS
SM
MD
LG