অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান জনগণকে সঠিক কাজটি করতে হবে- বাইডেন


প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউজে আইসেনহওয়ার নির্বাহী অফিসে দপ্তরে বুস্টার টিকা নিচ্ছেন ২৭শে সেপ্টেম্বর, ২০২১ ছবি, কেভিন লামারকি/রয়টার্স
প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউজে আইসেনহওয়ার নির্বাহী অফিসে দপ্তরে বুস্টার টিকা নিচ্ছেন ২৭শে সেপ্টেম্বর, ২০২১ ছবি, কেভিন লামারকি/রয়টার্স

যুক্তরাষ্ট্র প্রশাসন সুনির্দিষ্ট লোকজনের জন্য ফাইজার টিকার তৃতীয় ডোজ অনুমোদনের কয়েক দিন পরে সোমবার প্রেসিডেন্ট বাইডেন কোভিড-১৯ 'র বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

টিকার এই ডোজ নেওয়ার আগে, বাইডেন হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছিলেন যে "বুস্টার ডোজ নেয়া প্রয়োজনীয়, তবে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আরও বেশি লোককে টিকার প্রাথমিক ডোজটি দেয়াI

বাইডেন বলেন, " আমেরিকার অধিকাংশ জনগণই সঠিক কাজটি করছেন। ৭৭ % প্রাপ্তবয়স্করা কমপক্ষে একটি ডোজ পেয়েছেন । প্রায় ২৩ % কোনো টিকাই পাননি এবং সেই, বিশেষ সংখ্যালঘু লোকজন অনেকের জন্য, তথা দেশের বাকি অংশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি টিকা না নেয়া জনগণের মহামারী। এজন্য আমি যেখানেই পারছি টিকা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলে যাচ্ছি"।

বাইডেন ৮ মাস পরে তাঁর বুস্টার ডোজ নিলেন I শপথ গ্রহণের আগে জানুয়ারী মাসে তাঁকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছিল I সিনেটে রিপাবলিকান দলীয় নেতা, মিচ মাকনেল জানান, সোমবার তিনিও বুস্টার টিকা নিয়েছেন এবং আমেরিকান জনগণকে কভিড-১৯ ‘এর প্রতিরোধক টিকা নিতে উৎসাহিত করেনI

যারা অন্তত ৬ মাস আগে ফাইজার-বায়োএনটেক'র টিকা নিয়েছেন, তাদের জন্য বর্তমানে বুস্টার টিকা পাওয়া যাচ্ছে।

XS
SM
MD
LG