অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষমতা গ্রহনের ৫ দিনে ৪ বিশ্বনেতার সাথে কথা বললেন বাইডেন


দায়িত্ব নেয়ার ৫ দিনের মধ্যে মধ্যে কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্যে এবং ফ্রান্সের শীর্ষ নেতার সঙ্গে ফোনে কথা বললেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি শুক্রবার সন্ধ্যায় ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। এরপর শনিবার অনেকক্ষণ কথা বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে।

জনসনের অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে, বাইডেনের কিছু পদক্ষেপের প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জলবায়ু প্রতিরোধ বিষয়ক চুক্তিতে ফিরে আসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভ্যাকসিন বিতরণ কর্মসূচিতে ঢোকায় বাইডেনের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।’

ট্রুডোর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে, দুই নেতা সামনের মাসে বৈঠক করবেন। এ সময় করোনা প্রতিরোধ বিষয়ক আলোচনা গুরুত্ব পাবে।’

অন্যদিকে, রোববার বাইডেন কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র্যোঁ’র সাথে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ফোনালাপে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই নেতা।

এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেজ তাকে ফোন করেন।

XS
SM
MD
LG