অ্যাকসেসিবিলিটি লিংক

২০২২ সালের জন্য কংগ্রেসের কাছে ৬ লক্ষ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব দেবেন বাইডেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ২০২২ সালে প্রায় ৬ লক্ষ কোটি ডলার ব্যয় করার জন্য কংগ্রেসের কাছে অনুরোধ করবেন, যা তাকে অবকাঠামোগত বিনিয়োগ এবং সম্প্রসারিত সামাজিক কর্মসূচীর উচ্চাভিলাষী এজেন্ডা বাস্তবায়নের জন্য সংস্থান করে দেবে। তবে এই পরিকল্পনা কেন্দ্রীয় ব্যয়কে বাড়িয়ে দেবে যা হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটি বড় অংশ এবং যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ বৃদ্ধি করবে।

নিউইয়র্ক টাইমস অনুসারে বাজেটের এই অনুরোধটি আগামী দশ বছরে কেন্দ্রীয় ব্যয় অব্যাহতভাবে বৃদ্ধির পূর্বাভাস দেবে, যা ২০৩১ সালে যেয়ে এর পরিমাণ দাঁড়াবে ৮ লক্ষ ২০ হাজার কোটি ডলার। এই বৃদ্ধির বেশিরভাগ অংশ, ২ লক্ষ ৩০ হাজার কোটি ডলার অবকাঠামো পরিকল্পনা এবং ১ লক্ষ ৮০ হাজার কোটি ডলার শিক্ষা এবং পরিবার পরিকল্পনাতে ব্যয় করতে চান প্রেসিডেন্ট বাইডেন। যদিও দু'টির কোনটি এখনও কংগ্রেস পাশ করেননি।

নতুন ব্যয়ের বেশিরভাগ ধনী ব্যক্তিদের ও কর্পোরেশনগুলির ওপর প্রস্তাবিত ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে মেটানো হবে। প্রশাসনের ধারণা আগামী দশ বছর, প্রতি বছর ১ লক্ষ ৩০ হাজার কোটি ডলারের বেশি ঘাটতি হবে কেন্দ্রীয় সরকারের।

XS
SM
MD
LG