অ্যাকসেসিবিলিটি লিংক

দাবানল নিয়ে আজ আলোচনা: বাইডেন ও যুক্তরাষ্ট্রের পশ্চিমি রাজ্যের গভর্ণরদের মধ্যে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ বুধবার দাবানলের প্রস্তুতি এবং খরা মোকাবিলা নিয়ে পশ্চিমাঞ্চলীয় আটটি রাজ্যের গভর্ণরদের সঙ্গে আলোচনা করবেন। বাইডেন এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা হোয়াইট হাউজ থেকে ভিডিওতে গভর্ণরদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন। হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি গত সপ্তায় সংবাদদাতাদের বলেন, ফেডারেল সরকার কি ভাবে দাবানল প্রস্তুতি ব্যবস্থা এবং এতে সাড়া দেয়ার প্রচেষ্টা উন্নত করতে পারে, জনগণকে সুরক্ষিত রাখতে পারে এবং জরুরি প্রয়োজনে জনগণকে কি ভাবে সহায়তা পৌঁছে দিতে পারে সে সব বিষয়ে এই বৈঠকে আলোকপাত করা হবে। জাতীয় আন্তঃদপ্তর অগ্নি কেন্দ্র যারা যুক্তরাষ্ট্রে দাবানল মোকাবিলায় সম্পদ সম্বয়ের কাজ করে থাকে তারা সতর্ক করে দিয়েছে যে পশ্চিমের বহু অঙ্গরাজ্যেই আগামি কয়েক মাসের মধ্যে স্বভাবিকের চেয়ে অনেক বেশি বিপজ্জনক দাবানলের মুখে পড়তে পারে। এ দিকে যুক্তরাষ্ট্রের খরা নজরদারি দপ্তর বলছে আরিজোনা, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, নেভাডা এবং ইউটাহ রাজ্যগুলো ব্যতিক্রমী দাবানলের সম্মুখীন।

XS
SM
MD
LG