অ্যাকসেসিবিলিটি লিংক

টিকা গ্রহণে দ্বিধাবিভক্তিতে প্রেসিডেন্ট বাইডেনের উদ্বেগ 


প্রেসিডেন্ট বাইডেন, আমেরিকান জনগণ যে টিকা নেয়ার ব্যাপারে দুটি গ্ৰুপে বিভক্ত হয়েছেন, তাতে উদ্বেগ প্রকাশ করেছেনI প্রেসিডেন্ট বাইডেন বলেন, দেশ ইতিমধ্যেই নুতন করে নানা কারণে দ্বিধাবিভক্তI তিনি বলেন, "টিকাদান কোনো দলীয় পদক্ষেপ নয়I এই টিকার উৎপাদনের প্রতি নির্দেশ ছিল দুটি দলের দুই প্রেসিডেন্টেরI আমরা সংযুক্ত ও ভীতিমুক্ত এক আমেরিকা চাই"I

বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকাদানের হার ৬৩ শতাংশI তবে প্রেসিডেন্ট বাইডেন ৪ঠা জুলাই, স্বাধীনতা দিবস উৎযাপনের সময়, টিকাদানের লক্ষ্যমাত্রা ৭০ শতাংশে নেবার পরিকল্পনা নিয়েছেনI

XS
SM
MD
LG