অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেনের অবকাঠামো প্যাকেজে সম্মতির সাড়া


প্রেসিডেন্ট বাইডেন পেনসিলভেনিয়ার এলেনটাউন বিমান বন্দরে অবকাঠামো বিল সংক্রান্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন, ২৮শে জুলাই, ২০২১ -এপি/সুজান ওয়ালশ
প্রেসিডেন্ট বাইডেন পেনসিলভেনিয়ার এলেনটাউন বিমান বন্দরে অবকাঠামো বিল সংক্রান্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন, ২৮শে জুলাই, ২০২১ -এপি/সুজান ওয়ালশ

প্রেসিডেন্ট বাইডেন, রিপাব্লিকানদের মধ্যপন্থী একটি গ্ৰুপ এবং ডেমোক্র্যাটিক দলের সিনেটররা বুধবার জানান, বহু সপ্তাহের বিতর্ক, যে অবকাঠামো বিলে কি থাকবে, কেমন করে তা পরিশোধ করা হবে, তা মিটিয়ে নতুন একটি অবকাঠামো বিলে সম্মত হতে তারা সমর্থ হয়েছেনI

হোয়াইট হাউজ জানায় ১ লক্ষ কোটি ডলারের এই প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে ৫৫০ বিলিয়ন ডলার পরিমানের নুতন বরাদ্দ এবং এক বছর ধরে, প্রতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২০ লক্ষ নতুন চাকুরীর সংস্থান ঘটাবে I এই অর্থের অনেকটাই দেশের ধ্বসে পড়া সড়ক ও ব্রিজ নির্মাণ, গ্রামীণ অঞ্চলে নতুন ব্রড ব্যান্ড যোগাযোগ, ট্রানজিট ও পানি অবকাঠামো খাতে খরচ করা হবেI সেনেটে বুধবার সন্ধ্যায় বিতর্ক শুরু হচ্ছে, তবে প্যাকেজটি চূড়ান্ত হতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবেI

হোয়াইট থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের অন্যতম বৃহৎ অগ্রাধিকার বিষয়, এই অবকাঠামো প্যাকেজ, অর্থনীতিকে বেগবান, বলীয়ান এবং প্রতিযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবেI সেই সঙ্গে অর্থনীতিকে করবে টেকসই, প্রাণবন্ত এবং ন্যায্যI

XS
SM
MD
LG