অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেনের নারী নীতির বিশ্লেষণ : ড.নীলুফার চৌধুরী


বাইডেনের নারী নীতির বিশ্লেষণ : ড.নীলুফার চৌধুরী
please wait

No media source currently available

0:00 0:09:51 0:00
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন উল্লেখযোগ্য সংখ্যক নারীকে তাঁর আসন্ন প্রশাসনে নিয়োগ দেয়ার ঘোষণা করেছেন। গোয়েন্দা বিভাগের প্রধান বলুন আর অর্থ মন্ত্রী এ সব গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ দেয়া হচ্ছে এবং লক্ষ্য করার বিষয় এই সব নারী এসেছেন বিভিন্ন বর্ণের , বিভিন্ন পটভূমি থেকে । বাইডেনের এই দৃষ্টভঙ্গি বিশ্লেষণ করেছেন ওয়াশিংটন ডি.সি ‘র গ্লোবাল পিস ফাউন্ডেশানের ঊর্ধ্বতন উপদেষ্টা ড ,নিলুফার চৌধুরী। আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টি-মিডিয়া সাংবাদিক ও সম্প্রচারক আনিস আহমেদ।


ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: সাফিউল মাসুদ
XS
SM
MD
LG