যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর আরও শুল্ক আরোপ করে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ বাড়ানোর হুমকি দিলেন যখন আমেরিকার প্রধান বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা তাদের সব ধরণের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপরে যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫শতাংশের শুল্ক বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠক করেন। ঐ বৈঠকে ট্রাম্প যেসব দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিচ্ছে এমন দেশগুলোর তালিকায় আয়ারল্যান্ডকে যুক্ত করেন। তবে এর পাল্টা জবাবে মার্টিন যুক্তরাষ্ট্রে আয়ারল্যান্ডের অবদানের কথা উল্লেখ করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বৃহস্পতিবার মস্কো পৌঁছেছেন। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বৃহস্পতিবার বলেন, ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি কিয়েভের সেনাবাহিনীকে কেবলমাত্র বিশ্রামের সুযোগ দেবে।