বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ নিরসনে সরকারের পরিকল্পনা ব্যাখ্যা করেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি হুঁশিয়ার করে বলেন আগামী মাস নাগাদ মৃতের সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়ে যেতে পারে।
হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে বাইডেন ১৯৮ পৃষ্ঠার পরিকল্পনা সাংবাদিকের সামনে তুলে ধরেন। করোনাভাইরাস সংক্রান্ত ১০টি নির্বাহী আদেশে সই করার সময় তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং শীর্ষস্থানীয় উপদেষ্টা ডঃ অ্যান্টনি ফাউচি। প্রেসিডেন্ট বাইডেনের লক্ষ্য আগামী ১০০ দিনের মধ্যে ১০ কোটি আমেরিকানকে টিকা দেওয়া।কেন্দ্রীয় সরকারের সহায়তায় আগামী এক মাসের মধ্যে ১০০টি টিকা কেন্দ্র খোলা হবে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, "এটি আমাদের দেশে এখন অবধি সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি।"
ডঃ অ্যান্টনি ফাউচি সাংবাদিকদের জানান ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যটি যুক্তিসঙ্গত।এ পর্যন্ত এক কোটি ছয় লক্ষ মানুষকে টিকা দেয়া হয়েছে যা পূর্বের প্রশাসনের ডিসেম্বরের মধ্যে ২ কোটি মানুষকে টিকা দেয়ার প্রতিশ্রুতির কম।