অ্যাকসেসিবিলিটি লিংক

বিহারে মদ বিক্রি নিষিদ্ধ


জাত-ধর্ম-বর্ন নির্বিশেষে বিহারের মহিলা ভোটারদের মন কাড়তে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আগেই রাজ্যের পঞ্চায়েতগুলিতে ৫০% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করেছেন। স্কুল ছাত্রীদের আসা-যাওয়ার সুবিধে করতে তাদের উপহার দিয়েছেন সাইকেল। সাম্প্রতিক বিধানসভা নির্বচনের আগে মহিলাদের খুশি করতে তাঁর প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে তিনি নিষিদ্ধ করবেন মদ। কথা রাখছেন নীতিশ।

২০১৬ সালের ১ এপ্রিল থেকে রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ হওয়ার কথা ঘোষিত হল। মহিলাদের অভিযোগ ছিল, মদ্যপানের কারণে বহু পরিবার ভেঙে যায়। কাজেই মদ নিষিদ্ধ করবার সিদ্ধান্ত নীতিশকে যে মহিলা মহলে আরও জনপ্রিয় করবে, তাতে সন্দেহ নেই। বিরোধী দলনেতা, বিজেপির সুশীল মোদিও এ সিদ্ধান্তের সমর্থক।

কিন্তু মদ বিক্রির রাজস্ব বাবদ রাজ্য যে চার হাজার কোটি টাকার রাজস্ব হারাতে চলেছে? নীতিশ ঘনিষ্ঠরা বলছেন, ওই তারিখ থেকেই দেশ জুড়ে চালু হবে পণ্য পরিসেবা কর। তার আয়েই ক্ষতি পূরণ হয়ে যাবে। ভারতের অল্প কয়েকটি রাজ্যেই মদ নিষিদ্ধ। নিষিদ্ধ করলে বেআইনি মদ বিক্রি ও অপরাধ বাড়ে বলেও দেখা গেছে। কিন্তু আপাতত সামাজিক হিতই নীতিশের লক্ষ্য।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG