অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়া-সিঙ্গাপুরের আকাশে বোয়িং ৭৩৭ ম্যাক্স নিষিদ্ধ


অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর তাদের দেশের নিজ নিজ আকাশ সীমায় বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ জেট যাত্রী বিমানের চলাচল নিষিদ্ধ করেছে। পাঁচ মাসের ভেতর এবারকারটা নিয়ে এই দ্বিতীয় প্রাণঘাতী বিমান বিধ্বস্তের ঘটনার পরবর্তী পরিস্থিতিতে বর্ধমান সংখ্যক দেশ সতর্কতামূলক যেসব পন্থা এখতিয়ার করছে– এ দেশ দু’টি এখন সে দলেই শামিল হলো।

এই গেলো রবিবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের ৭৩৭ ম্যাক্স ৮ জেট যাত্রী বিমানের যাত্রী–ক্রু মিলিয়ে ১৫৭ আরোহীর সকলেই প্রাণ হারানোর পর চীন-ইন্দোনেশিয়া-ব্রাজিল-মেক্সিকোসহ সারা বিশ্বের বিভিন্ন এয়ারলাইন তাদের ঐ ৭৩৭ ম্যাক্স ৮ জেট যাত্রী বিমানের উড়ান বন্ধ করে দিয়েছে।

অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বলছে- এই উড়ান-নিষিদ্ধকরণ আপাতত: সাময়িক—ইতোমধ্যে রবিবারের বিমান বিধ্বস্ত ঘটনা নিয়ে তদন্ত কাজ চলছে।

এর আগে এই একই মডেলের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ জেট যাত্রী বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়ে ১৮৯ আরোহীর মৃত্যু হয়েছিল অক্টোবর মাসে।

XS
SM
MD
LG