বাংলাদেশ-ভারত-থাইল্যান্ড মিয়ানমার নেপাল, শ্রীলংকা ও ভুটান সমন্বয়ে গঠিত বঙ্গোপসাগরীয় দেশগুলোর বহুমাত্রিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার জোট বা বিমসটেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা প্রধানদের দ্বিতীয় বৈঠক বুধবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। রুদ্ধদ্বার এই বৈঠকে অংশ নিতে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মঙ্গলবার ঢাকায় এসেছেন। বৈঠকে এই অঞ্চলের দেশগুলোর সামগ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিশেষ করে নিরাপত্তা ঝুকি, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং এর বিস্তাররোধে সংশ্লিষ্ট আইন-শংখলা ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং সক্ষমতা বৃদ্ধি নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে এসব বিষয়ে করণীয় এবং ভবিষ্যত কর্মপদ্ধতি নিয়েও আলোচনার কথা জানা গেছে। একটি নিরাপত্তা ফোরাম গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বৈঠকের আলোচ্য সম্পর্কে কিছুই জানানো হয়নি। রাতে বিমসটেকভুক্ত দেশগুলোর নিরাপত্তা প্রধানদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কর্মসূচি স্থির রয়েছে।