অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাথলিক বিশপরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সমাজের প্রতি ইসরায়েলী ফিলিস্তিনী সংঘাত নিরসনে সাহায্য করার আবেদন জানিয়েছেন


I
I

মধ্যপ্রাচ্যের ক্যাথলিক বিশপরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সমাজের প্রতি আবেদন জানাচ্ছেন ইসরায়েলী ফিলিস্তিনী সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধান অর্জন লাভে সাহায্য করার জন্য।

গত দু সপ্তাহ ধরে রোমে বিশপরা আঞ্চলিক বৈঠকে মিলিত হন। সমাপনী বার্তায় তারা বলেন ইসরায়েলের উচিত নয়, আরব পূর্ব জেরুসালেমে আরও ইহুদী বসতি নির্মাণের কারণ হিসেবে, বাইবেলের কথায় “প্রতিশ্রুত ভূমী” বা “ঈশ্বরের বাছাই করা জনগোষ্ঠি” তা ব্যবহার করা।

বিশপরা শনিবার ওই বিবৃতি দেওয়ার আগে পোপ বেনেডিক্টের সঙ্গে মিলিত হন।বিবৃতিতে ফিলিস্তিনী ভূমীতে ইসরায়েলী দখলদারীর অবসান এবং ফিলিস্তিনী জনগনের জন্য “একটা স্বাধীন ও সার্বভৌম মাতৃভূমী” প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রগতি সাধনের আহবান জানানো হয়।

ওদিকে ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন সংঘাত অবসানের জন্য ইসরায়েল প্রস্তুত হবে না যতক্ষন না ফিলীস্তিনীরা ইসরায়েলকে ইহুদী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

XS
SM
MD
LG