অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় জঙ্গি হামলা


রাজধানী ঢাকার কূটনৈতিক এলাকা গুলশান ২ এর ৭৯ নম্বর রোডের হলি আরটিজন রেস্টুরেন্ট এ শুক্রবার রাত পৌনে নটার দিকে ৮/১০ জন সন্ত্রাসী ঢুকে দেশী - বিদেশী নাগরিকদের জিম্মি করে ফেলে। এদের মধ্যে ২০ জনের মত বিদেশী নাগরিক ছিল। এই ঘটনার পর পরই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনির রাতভর অক্লান্ত চেষ্টায় পরিশ্তহিতি পরিবর্তিত হয়। জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা বাবস্থা।
ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন সহ ২৮ জন নিহত হয়েছেন। তবে এর মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ওই ঘটনাস্থল এর পাশের বাড়ির এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ননা দেন।
এ ছাড়া ইতালিয়ান নাগরিক নাদিয়া তার ৫ জন বায়ারদের নিয়ে রাতে ডিনারের জন্য গিয়াছিলেন ওই রেস্টুরেন্টে । তার বাংলাদেশে একটি বায়িংহাউস ও একটি বিশাল গার্মেন্টস আছে । তার কর্মচারীরা সে সম্পর্কে কথা বলেন।
সাধারণ নাগরিকরা এতে দুঃখ প্রকাশ করেন-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- এটি ধর্মও মানবতার অবমাননা। তিনি ২ দিনের শোক ঘোষণা করেন।
তিনি আরও বলেন-দেশবাশিকে সঙ্গে নিয়ে আমরা যেকোনো মুল্যে ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করবো।

ঢাকায় জঙ্গি হামলা
please wait
Embed

No media source currently available

0:00 0:01:08 0:00

XS
SM
MD
LG