অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি'র পুরোনো নেতারা দেখা করলেন মমতার সঙ্গে


২০১৯-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি-বিরোধী জোট গড়ে তোলবার চেষ্টায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায ৪ দিনের সফরে দিল্লিতে।

সেখানে সবচেয়ে নাটকীয় ঘটনাটি হল, ৩ প্রবীণ বিদ্রোহী বিজেপি নেতা - যশোবন্ত সিনহা, অরুণ শৌরী ও শত্রুঘন সিনহার মমতার বাড়িতে এসে সাক্ষাত করে যাওয়া। বাজপেয়ী আমলের এই মন্ত্রীরা মোদি রাজত্বে উপেক্ষিত বলেই ক্ষুব্ধ। মমতার সঙ্গে কথা বলে বেরিয়ে এঁরা বললেন, কেউই দল ছাড়ছেন না, কিন্তু জাতীয় স্বার্থে মমতার নানান পদক্ষেপের তাঁরা সহমত। বিরোধীদের কি এঁরা সাহায্য করতে পারবেন? তেমন কথা কেউ বলছেন না। এই দেখা হওয়া অনেকটাই প্রতীকী। বিজেপির মধ্যে ভাঙন রয়েছে, এটাও বোঝানো গেল, আবার, বিরোধীরা নৈতিক সমর্থন পেলেন, এ-ও ঠিক।

নানা দলের অনেক নেতার সঙ্গেই দিল্লিতে মমতার দেখা হল। বুধবার রাতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা হবার কথা শোনা যাচ্ছে। তবে সোনিয়া অসুস্থ।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG