অ্যাকসেসিবিলিটি লিংক

নাতাঞ্জ পরমাণু প্রকল্পের বিদ্যুৎ বিভ্রাটকে,পরমাণু সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে ইরান 


ইরানের ভূগর্ভস্থ নাতাঞ্জ পরমাণু স্থাপনায় বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনাকে ইরান, পরমাণু সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছেI ইরানের আণবিক সংস্থার প্রধান, আলী আকবার সালেহি বলেন, ইসলামী ইরান প্রজাতন্ত্র এই অস্বাভাবিক ঘটনার নিন্দা জানানো সঙ্গে সঙ্গে পারমাণবিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সংগঠন ও আন্তর্জাতিক নজরদারি সংস্থা (IAEA) 'র বোঝাপড়ার ওপর গুরুত্ব আরোপ করেছেI তবে তিনি কাউকে হামলার জন্য দোষারোপ করেন নিI

ইরানের জাতীয় টেলিভিশনে উন্নত গ্রেডের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সময় 'সেন্ট্রিফিউজ বিতরণ গ্রীডে' বিদ্যুৎ চলে যাওয়ার কথা জানানো হয়I

কতগুলি ইসরাইলি মাধ্যম রবিবার জানায় যে, ইসরাইল এই বিদ্যুৎ বিভ্রাটের পেছনে থাকতে পারে I কারণ ইসরাইল এর আগেও প্রকল্পটির বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছিলI

XS
SM
MD
LG