সিরিয়ায় বিদ্রোহীদের দখল করা দামেস্কের শহরতলীতে গাড়ি বোমা বিস্ফোরণনে কমপক্ষে দু জন নিহত হয়।
প্রত্যক্ষদর্শী এবং সক্রিয়কর্মীরা বলছেন যে ঐ বিস্ফোরণ দোমা এলাকায় ব্যস্ত বাজারে আঘাত হানে। তারা বলছেন যে হতাহতের মোট সংখ্যা এখনও পরিস্কার নয় । আহতদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি । তবে আল ক্বায়দা থেকে বিচ্ছিন্ন হওয়া গোষ্ঠি ISIL সেখানে আরও বহু বিদ্রোহী গোষ্ঠির সঙ্গে শত্রুতায় লিপ্ত রয়েছে।
সিরিয়ার গৃহযুদ্ধে গাড়ি বোমা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।