অ্যাকসেসিবিলিটি লিংক

ব্লিঙ্কেন ভ্যাটিকান সিটিতে পোপ ও অন্যান্যদের সঙ্গে বৈঠক করেছেন


যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিনকেন সোমবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, মনুষ্যপাচার ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেনI যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়া একজন ক্যাথলিক হিসাবে জো বাইডেন ও পোপ ফ্যান্সিসের আসন্ন অক্টোবরের বৈঠকের আগে, পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন পোপের সঙ্গে সাক্ষাত করলেন I

এছাড়াও, তিনি সোমবার আইসিসদের পরাস্ত করতে বিশ্ব কোয়ালিশন বৈঠকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মাইও'র সঙ্গে যৌথ সভাপতিত্ব করবেনI দুই মন্ত্রী, ইরাক ও সিরিয়ায় জঙ্গি গ্রূপটির ওপর চাপ বৃদ্ধিসহ, বিশ্বের অন্যান্য জায়গায় জঙ্গিদের হামলা প্রতিহত করতে পদক্ষেপ নিয়ে আলোচনা করবেনI

পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন মানবিক সহায়তা, বিশেষত জাতিসংঘ কর্তৃক সীমান্তের পারাবারে সরবরাহ পৌঁছানো বিষয় পদক্ষেপ নিয়ে আলোচনা করবেনI এছাড়াও, সিরিয়া যুদ্ধের অনতিবিলম্বে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েও তাদের মধ্যে আলোচনা হবেI

বহুদেশীয় ইউরোপ সফরের শেষ পর্যায়ে, পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন, ইতালির মাতেরায় জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেনI বৈঠকে আলোচ্য বিষয়গুলির মধ্যে থাকবে, কভিড পরিস্থিতি, জলবায়ু সঙ্কট ও সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারের মতো বিষয়I

XS
SM
MD
LG