অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র তাঁর জাতীয় স্বার্থ ও মূল্যবোধকে সমুন্নত রাখবে -অন্তনি ব্লিঙ্কেন 


প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা গ্রহণের পর, পররাষ্ট্রমন্ত্রী, অন্তনি ব্লিঙ্কেন, প্রথমবারের মতো চীনের কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপে উইঘুরস, তিব্বতি ও হংকং প্রসঙ্গে চীনের ওপর সৃষ্টি করেন I

চীনের শীর্ষ কর্মকর্তা, ইয়াং জেইচি'র সঙ্গে আলাপের পর, টুইটার মারফত মি. ব্লিঙ্কেন বলেন, আমি তাদের স্পষ্ট করে জানিয়েছি যে, যুক্তরাষ্ট্র তাঁর জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্বত রাখবে এবং আন্তর্জাতিক বিধি নিষেধ অমান্য করায় বেইজিংকে দোষী সাব্যস্ত করবে I

মি. ব্লিঙ্কেন, চীনের কর্মকর্তাকে জানান, যুক্তরাষ্ট্র, সিনজিয়াং, তিব্বত ও হংকংয়ের মানবাধিকার ও তাদের মূল্যবোধকে বজায় রাখতে তাদের পাশে থাকবে I এছাড়াও, পররাষ্ট্রমন্ত্রী, ব্লিঙ্কেন, বার্মার সামরিক শাসনকে নিন্দা জানাতে, চীনকে আন্তর্জাতিক সামাজের সঙ্গে সম্পৃক্ত হতে চাপ দিয়েছেন I

XS
SM
MD
LG