অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া নিয়ে কংগ্রেসে প্রশ্নের মুখোমুখি ব্লিঙ্কেন


যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন পররাষ্ট্র দপ্তরে এক সভায় ভাষণ দিচ্ছেন, ফাইল ছবি, ৯ই সেপ্টেম্বর, ২০২১, ছবি জেকুলিন মার্টিন/রয়টার্স
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন পররাষ্ট্র দপ্তরে এক সভায় ভাষণ দিচ্ছেন, ফাইল ছবি, ৯ই সেপ্টেম্বর, ২০২১, ছবি জেকুলিন মার্টিন/রয়টার্স

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন, সোমবার কংগ্রেসের একটি প্যানেলের সামনে সাক্ষ্য দেবার কথা। ঐ প্যানেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম লড়াই শেষে আফগানিস্তান থেকে বিশৃঙ্খলময় সামরিক প্রত্যাহারের পর্যালোচনা করছে।

বিরোধী রিপাবলিকান দলীয় আইনপ্রণেতা ও ডেমোক্র্যাটিক দলের কয়েকজন সদস্য আফগানিস্তান থেকে আমেরিকান সেনাবাহিনী ও কয়েক হাজার আফগান যারা যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য দোভাষী বা পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন, তাদের উদ্ধারে অব্যবস্থাপনার জন্য প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করেছেনI

প্রত্যাহার পর্বের শেষ দিনগুলিতে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা সদস্যের মৃত্যু হলে, এসব সমালোচনা তীব্রতর হয়I মধ্যপ্রাচ্যে সক্রিয়, সন্ত্রাসী গ্ৰুপের আফগানিস্তান ভিত্তিক অঙ্গ-শাখা, ইসলামিক স্টেট-খোরাসান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে I

ব্লিঙ্কেন, সোমবার হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির সামনে সাক্ষ্য দেবেন এবং মঙ্গলবারসিনেট ফরেন রিলেশনস কমিটির সামনে তার সাক্ষ্যদান করার কথাI

জাতীয় জনমত জরিপে যুক্তরাষ্ট্রের ভোটাররা তাঁর যুদ্ধ বন্ধের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন, তবে তাঁর ভাষায় আফগানিস্তানের "চিরদিনের যুদ্ধ" অবসানের পর, যে প্রক্রিয়ায় সেনাদের প্রত্যাহার করা হয়েছে, তাকে তারা সমর্থন করেন নিI

যুক্তরাষ্ট্র কেন আমেরিকান জনগণকে আরো আগে থেকে উদ্ধারের প্রয়াস নিলো না, যখন বিশেষত, প্রেসিডেন্ট বাইডেন এপ্রিল মাসে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধ এবং আমেরিকান সেনা প্রত্যাহারের চুক্তির প্রতি শ্রদ্ধা জানানোর ইচ্ছা ব্যক্ত করেছিলেন, সে বিষয়ে শীর্ষ কূটনীতিক ব্লিঙ্কেনকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবেI

আইনপ্রণেতারা তালিবানের দ্রুত আফগানিস্তান দখলের আগাম তথ্য, প্রেসিডেন্ট আশরাফ গনি'র রাজনৈতিক আশ্রয়লাভের আশায় সহসা সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যাওয়া, আফগান সরকারের পতন ইত্যাদি বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সংগ্রহ প্রক্রিয়ার ব্যর্থতার সমালোচনা করেনI

রিপাবলিকানরা জানায়, যে তারাযুদ্ধ অবসানের চূড়ান্ত দিনগুলিতে বাইডেনের ব্যবস্থাপনার ওপর তাদের প্রশ্ন নিবদ্ধ রাখবেনI অন্যদিকে ডেমোক্রেটসরা৪ জন প্রেসিডেন্ট, জর্জ ডাব্লিউ বুশ, ট্রাম্প, ওবামা ও বাইডেনের আফগানিস্তানে আমেরিকার যুদ্ধ প্রয়াসের পুরো বিষয়টি পরীক্ষা করার প্রয়াস চালাবেনI

XS
SM
MD
LG