নিউ ইয়র্কের সাবেক মেয়র এবং ধনকুবের মাইকেল ব্লুমবার্গ এটা নিশ্চিত করতে চান যে আমেরিকা প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি মেনে চলবে যদিও যুক্তরাষ্ট্র এখন আনুষ্ঠানিক ভাবে সেটিতে আর নেই। যে সব দেশ সবচাইতে বেশী দূষণ সৃষ্টি করে, যুক্তরাষ্ট্র তাদের অন্যতম।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তি থেকে প্রত্যাহার করবে। তিনি বলেন চুক্তিটি অত্যন্ত ব্যয় বহুল এবং ওই চুক্তিতে থাকলে ২০২৫ সালের মধ্যে আমেরিকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ৭০ লক্ষ চাকরি বাদ হয়ে যেত।
ব্লুমবার্গ, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন অবকাঠামো বা UNFCCCকে ১ কোটি ৫০ লক্ষ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। UNFCCC হচ্ছে সেই সংস্থা যারা যে সব দেশ প্যারিস চুক্তিতে আবদ্ধ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সাহায্য করে। ব্লুমবার্গ ওয়েবসাইটে বলা হয়, ওয়াশিংটন ওই চুক্তি থেকে প্রত্যাহার করার দরুন জাতিসংঘ যে পরিমানে অর্থ হারাবে, এই অর্থের পরিমান তার সমতুল্য।