বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার থেকে বুধবার এই তিন দিন রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও অনশনের কর্মসূচি পালন করা হবে। বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও ১১ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব জেলায় শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। কর্মসূচি ঘোষণার সময় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, দুর্নীতির অভিযোগে খালেদার সাজা হয়নি। সাজা হয়েছে ক্রিমিনাল ব্রিচ অব ট্রাস্টে। তার মতে, খালেদা জিয়াকে কারাগারে নেয়া সরকারের জন্য পলিটিক্যাল ব্ল্যান্ডার ও দেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট।
ওদিকে, সন্ধ্যায় ৫ জন আইনজীবী কারাগারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, খালেদার মনোবল ঠিক আছে। তাকে একজন সাধারণ বন্দি হিসেবে রাখা হয়েছে। তাকে কোন ডিভিশন দেয়া হয়নি। অথচ কারাবিধি অনুযায়ী তিনি তা পাবার যোগ্য। সন্ধ্যায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের করণীয় নির্ধারণে এক জরুরি বৈঠকে মিলিত হন দলটির সিনিয়র নেতারা।