অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনের সহায়তা চেয়েছেন শেখ হাসিনা


বাংলাদেশের উন্নয়নশীল দেশে হিসেবে উত্তরণকে উদযাপনের জন্য বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। সর্বস্তরের মানুষ ব্যানার ফেস্টুন বাদ্য বাজনা নিয়ে এ সকল শোভাযাত্রায় অংশ নেন।

রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বের হওয়া শোভাযাত্রা সমূহ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমবেত হয়। এ উপলক্ষে রাতে স্টেডিয়ামে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের, দেখানো হয় লেজার শো এবং পোড়ান হয় আতশবাজি।

এর আগে এক পৃথক অনুষ্ঠানে বাংলাদেশের এ অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বর্ধনা দিয়েছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। প্রধানমন্ত্রী এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনের সহায়তা চেয়েছেন।

এদিকে, সরকারিভাবে উৎসব-উদযাপনের কড়া সমালচনা করে একে বিকৃত তামাশা আখ্যা দিয়েছে বিএনপি। বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কাবির রিজভী সাংবাদিকদের কাছে একে উপহাস বলে বর্ণনা করে বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব দেশ বাংলাদেশে। এটা যদি উন্নয়নের নমুনা হয় তবে বলার কিছু নাই বলে তিনি মন্তব্য করেন।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG