বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি অভিযোগ করেছে সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে।
শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে দলের সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এমন অভিযোগ করে বলেছেন, বিএনপিও মাদক নির্মূল চায় কিন্তু এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করে নয়। তিনি সরকারকে এ ধরনের হত্যাকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মাদক ব্যবসার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের পরামর্শ দিয়েছেন।
এদিকে, দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযান চলাকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে এবং নিজেদের গোলাগুলিতে বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার ভোরে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি নিহতের সকলে মাদক ব্যবসায়ী।