অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বৃহস্পতিবার বিক্ষোভ-প্রতিবাদের ঘোষণা দিয়েছে বিএনপি


বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। শনিবার ঢাকায় বিক্ষোভ করবে দলটি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করে বলেন, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার পরও নেতা-কর্মীরা শান্ত রয়েছে। তারা সংঘাতে যায়নি। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার স্বার্থে বিএনপি এখন কোন কঠোর কর্মসূচি দিচ্ছে না।

এই হামলা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারো বলেছেন, বিএনপি নেত্রীর গাড়ি বহরে তার দলের কেউ হামলা চালায়নি। বিএনপির নেতা-কর্মীরাই এই হামলা করেছে।

ওদিকে, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ফেনীতে ৩০ জন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা হয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী'র রিপোর্ট।

XS
SM
MD
LG