অ্যাকসেসিবিলিটি লিংক

বিদেশী কূটনীতিকদের ব্রিফ করলো বিএনপি


FILE - Bangladesh Nationalist Party Chairperson Begum Khaleda Zia waves to activists as she arrives for a rally in Dhaka, Jan. 20, 2014.

মঙ্গলবার বিকেলে ঢাকাস্থ বিদেশী কূটনীতিকদের খালেদা জিয়া গ্রেপ্তারসহ সর্বশেষ পরিস্থিতি জানিয়েছে বিএনপি।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:23 0:00

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ ২২টি দেশের কূটনীতিকদের উপস্থিতিতে বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়-পরবর্তী পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। তারা তাদের জানিয়েছেন, একটি সাজানো রাজনৈতিক মামলায় ভুয়া নথিপত্র দেখিয়ে খালেদাকে আটক রাখা হয়েছে। কূটনীতিকরা তাদের কাছে ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেয়ার কারণ জানতে চান। বিএনপি খালেদাকে ছাড়া কিভাবে অগ্রসর হবে তা নিয়েও প্রশ্ন করেন কূটনীতিকরা। সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়েছিল খালেদা জিয়াকে আরো তিনটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তা অস্বীকার করেছেন।
ওদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল অনশনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, মহানগর নাট্যমঞ্চ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও প্রেসক্লাবের সামনে অনশনের কথা জানিয়ে পুলিশকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত অনুমতি মিলেছে কিনা তা জানা যায়নি। বিএনপির তরফে আহূত অবস্থান ধর্মঘটের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে জনমানবশূন্য একটি পরিত্যক্ত কারাগারে পাঠিয়ে সরকার মানবাধিকার লংঘন করেছে।

XS
SM
MD
LG