অ্যাকসেসিবিলিটি লিংক

সিটি নির্বাচন বাতিলের দাবি বিএনপির


নানা অনিয়মের তথ্য তুলে ধরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির দুই প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল। বুধবার এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ভোটের দিন এজেন্টদেরকে কেন্দ্রে যেতে দেয়া হয়নি। ভয়-ভীতি উপেক্ষা করে যারা গিয়েছিলেন তাদেরকে মারধর করে বের করে দেয়া হয়। ভোটারদেরকেও কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়। ভুয়া ভোটার সাজিয়ে কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন তৈরি করে সাধারণ ভোটারদের গতি রোধ করা হয়। তাদের অভিযোগ, অনিয়ম ও এক পক্ষের নির্বাচনের মধ্যে নির্বাচন হলেও ভোটের ফলাফলেও কারচুপি করা হয়। এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। ৭ থেকে ৯ শতাংশ লোকও ভোট দেয়নি। কারণ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নেই।
ওদিকে অভিযোগ আমলে না নিয়ে নির্বাচন কমিশন সিটি ভোটের বিজয়ী প্রার্থীদের নাম, ঠিকানা, পদবীসহ গেজেট প্রকাশ করেছে। এর ফলে আদালত ছাড়া সংক্ষুব্ধ প্রার্থীদের অভিযোগের সুযোগ রইলো না। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর বলেন, ফল বাতিলের কোন সুযোগ নেই।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00


XS
SM
MD
LG