অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় বিরোধী দল বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ


Bangladesh Protest
Bangladesh Protest

আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে মঙ্গলবার অপরাহ্নে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে থাকা বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে বেশ কিছু যানবাহন ভাংচুর এবং আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর বকশিবাজার এলাকায় পুলিশ মিছিলে বাধা দিলে ঘটনার সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ সংঘর্ষে অংশগ্রহণকারীদের ধাওয়া ও লাঠিপেটা করেছে এবং কাদানে গ্যাস ছুড়েছে। পুলিশ জনা ২০ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। পুলিশ ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছে। কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ঘটনার জন্য পুলিশকেদায়ী করে বলেছেন, পুলিশ অপেক্ষমাণ নেতাকর্মীদের উপরে আক্রমণ চালিয়েছে, প্রচুর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং ব্যাপক লাঠিচার্জ করেছে-যাতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG