অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের আন্তঃনদী প্রকল্পে উদ্বেগ বিএনপির


বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহমান আন্তর্জাতিক নদীগুলোকে ভারত সরকার আন্তঃনদী সংযোগ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বুধবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, ১৩ই জুলাই ভারতের কেন্দ্রীয় সেচমন্ত্রীর বরাত দিয়ে সে দেশের সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে- ভারত তিস্তা, গঙ্গা, মানস, ব্রহ্মপুত্র ও সঙ্কোশ নদীর উজানে বাঁধ দিয়ে আন্তঃনদী সংযোগ প্রকল্প চালু করতে যাচ্ছে। এটি চালু হলে বাংলাদেশের পরিবেশের ভয়াবহ বিপর্যয় ঘটবে। এই ইস্যুতে জরুরি ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বার্তা সংস্থা ইউএনবিকে বলেছেন, সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট দেখে প্রতিবাদ জানানো যায় না। তবে আমরা ভারতের কাছে প্রকাশিত রিপোর্টের সত্যতা জানতে চাইবো। এ নিয়ে ভারতের কাছে কূটনৈতিক নোট পাঠানো হচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে এ ব্যাপারে চিঠি তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। পরাষ্ট্র মন্ত্রণালয় তা ভারতীয় কতৃপক্ষের কাছে পাঠাবে।

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG