বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কড়া সমালোচনা করে বলেছে তিনি এখন বর্তমান সরকারের একতরফা নির্বাচনকে বৈধতা দিতে বিএনপিকে ভয় দেখিয়ে নির্বাচনে অংশ গ্রহন করানোর চেষ্টা চালাচ্ছেন। শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন বক্তব্য দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন। বিএনপি জনগণের আস্থায় বিশ্বাস করে বলে উল্লেখ করে তিনি বলেন নিবন্ধন ঝুঁকির কথা বলে ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। এদিকে, সিইসি জানিয়েছেন জাতিয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। (Actuality)। বগুড়ায় প্রশাসনের সঙ্গে এক বৈঠক কালে তিনি আরও জানান আগামী নির্বচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর সীমিত ব্যবহার করা হবে।
এই সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা জহুরুল আলম