অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার সরকারের কর্মকাণ্ড সমর্থন করার সমালোচনা করেছে বিএনপি


বাংলাদেশের সঙ্গে আলোচনা ছাড়াই বন্ধু রাষ্ট্র ভারত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের কর্মকাণ্ড সমর্থন করার সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

খুলনায় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির এ সিনিয়র নেতা বলেন ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং সে কারনে বাংলাদেশ বিভিন্ন ফোরামে ভারতকে সমর্থন করছে। কিন্তু ভারত বাংলাদেশের সাথে আলোচনা ছাড়াই মিয়ানমারকে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন দিয়েছে বলে উল্লেখ্য করে তিনি বলেন এটা বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সদ্য সমাপ্ত মিয়ানমার সফরের সময় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের কর্মকাণ্ডের প্রতি তাঁর দেশের সমর্থন জানিয়ে দেন। এছাড়াও ভারত ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ওয়ালর্ড পার্লামেন্টারি ফোরাম অন সাসটেইনেবেল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ঘোষণা পত্রে মিয়ানমারের রাখাইন রাজ্যের ঘটনায় উদ্বেগে প্রকাশ করায়, ভারতিয় প্রতিনিধি দল মিয়ানমারের সাথে একাত্মতা দেখিয়ে ঘোষণা পত্র থেকে নিজেদের সরিয়ে নেয়। তাঁরা রাখাইনে চলমান সহিংসতাকে অযথার্থ বলে বর্ণনা করেছে।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG