কলকাতার হুগলি নদীতে বাংলাদেশের একটি পণ্যবাহী ছোট জাহাজ ডুবে গেছে।মৎস্যজীবীদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে দশজন নাবিককে।স্থানীয় প্রশাসন জানিয়েছে এম বি সোম নামে বাংলাদেশের ওই পণ্যবাহী জাহাজটি বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে যাচ্ছিল। হঠাৎ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার হরিবল্লভপুরে হুগলি নদীতে জাহাজটি ডুবতে শুরু করে। মঙ্গলবার ভারতীয় সময় ভোর সাড়ে চারটায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে জাহাজটি চড়ায় আটকে গিয়ে ডুবতে থাকে। নদীতে মাছ ধরতে থাকা মৎস্যজীবীরা দেখতে পেয়ে উদ্ধারের জন্য নৌকা নিয়ে এগিয়ে যান। খবর দেওয়া হয় মহিষাদল থানায়। মহিষাদল থানার পুলিশ ও মৎস্যজীবীরা দশ জনকে উদ্ধার করে ওই জাহাজ থেকে। জানা গেছে ছোট ওই জাহাজটি বজবজ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের নামখানায় যাচ্ছিল।
কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।