অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতায় এক অভিনব নৌ গ্রন্থাগারের সূচনা


আজ থেকে কলকাতায় একটি অভিনব নৌ গ্রন্থাগারের সূচনা হলো। গঙ্গা নদীর উপর একটি লঞ্চে এই লাইব্রেরি চালু হয়েছে। সোম থেকে শুক্রবার প্রতিদিন তিনবার করে এই লঞ্চ মিলেনিয়াম পার্ক থেকে যাত্রা শুরু করে যাবে বেলুড় মঠ পর্যন্ত। আবার সেখান থেকে ফিরে আসবে মিলেনিয়াম পার্কে। তিন ঘণ্টার এই নৌভ্রমণের ভাড়া ঠিক হয়েছে বড়দের জন্য ১০০ টাকা আর ছোটদের জন্য ৫০ টাকা। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের উদ্যোগে এই গ্রন্থাগারটি প্রাথমিক ভাবে ৫০০ বই দিয়ে শুরু হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00
সরাসরি লিংক

কলকাতার একটি ঐতিহ্যপূর্ণ বইয়ের দোকান বইগুলো দিয়েছে। উদ্দেশ্য, ছোটদের মধ্যে বই পড়ার অভ্যাস চালু করা। গঙ্গার ওপর ঘুরতে ঘুরতে নদী এবং কলকাতা ও হাওড়ার দৃশ্য দেখতে দেখতে ছোটরা বই পড়তে পারবে। কিছু কিছু হালকা জলখাবারের ব্যবস্থাও থাকবে। উদ্যোক্তারা জানিয়েছেন, ভবিষ্যতে ছোটদের নিয়ে নানা রকমের অনুষ্ঠানের আয়োজনও করা হবে এই লঞ্চে। প্রথম দিনেই রীতিমত সাড়া পাওয়া গিয়েছে। অনেকেই লাইন দিয়ে লঞ্চে উঠছেন। ছোটদের সঙ্গে রয়েছেন বড়রাও, তাদের দেখাশোনা করার জন্য। এর আগে কলকাতায় একটি ট্রাম লাইব্রেরি চালু হয়েছে, এবার বোট লাইব্রেরি শুরু হলো।

XS
SM
MD
LG