‘ফুল হাউজ’ টেলিভিশন সিরিজে তিন কন্যার বিপত্নীক বাবার চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত কৌতুকাভিনেতা, বব সেগেট মারা গেছেন। এ খবর জানিয়েছে ফ্লোরিডার কর্তৃপক্ষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টির শেরিফ তার টুইটার বার্তায় জানান, গতকাল রবিবার তার দপ্তরে, অরল্যান্ডোর রিটজ-কার্লটন হোটেলের একটি কক্ষে অবস্থানকারী “সাড়া না দেওয়া একজন লোক” এর বিষয়ে জানানো হয়।
বার্তায় বলা হয়, “লোকটিকে রবার্ট সেগেট হিসেবে শনাক্ত করা হয়” এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। ওই বার্তায় আরও যোগ করা হয়, তদন্তকারীরা “এই ঘটনায় সন্দেহজনক কোনোকিছু বা মাদক সেবনের কোন আলামত পাননি”। “#ববসেগেট” লেখা দিয়ে টুইটটি শেষ করা হয়।
সেগেটের টুইটার থেকে জানা যায়, তার “আই ডোন্ট ডু নেগেটিভ কমেডি ট্যুর” এর অংশ হিসেবে তিনি ফ্লোরিডায় অবস্থান করছিলেন।
সেগেটের প্রচারকারীর সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে, তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
সেগেট দীর্ঘসময় ধরে আমেরিকার মজার হোম ভিডিওর উপস্থাপকও ছিলেন।