নাইজেরিয়ার নির্বাচনকে উপলক্ষ করে বোকো হারাম সন্ত্রাসী তৎপরতা শুরু করেছে। মঙ্গলবার দেশের তিনটি স্থানে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
উত্তর পূর্ব বোর্নো রাজ্যের বিউ এলাকার একটি সেনা ঘাটি লক্ষ্য করে করা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। স্থানীয় গনমাধ্যমের খবর অনুযায়ী তিন চাকার গাড়ীতে আত্মঘাতি হামলাকারীরা দুই দফায় সেখানে আক্রমণ চালায়।
অন্য এক খবরে বলা হয় বোমা হামলার সময় সন্ত্রাসীদের লক্ষ্য করে সেনা কতৃপক্ষের চালানো গুলীতে ১৭ জঙ্গী নিহত হয়।
দ্বিতীয় হামলার ঘটনাঘটে ইয়োবে রাজ্যের পটিসকুম শহরে। আত্মঘাতি হামলাকারীর বোমা হামলায় ৩ জন নিহত ও ১২ জন আহত হয়। এছাড়া ওকরিকায় বেশকয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।