অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম আফ্রিকায় তৎপর বোকো হারাম


বোকো হারামের হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ির ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আদম কোলো শহরের লোকজন, ফাইল ছবি/ ২৪শে ফেব্রুয়ারী ২০২১/ছবি/এএফপি
বোকো হারামের হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ির ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আদম কোলো শহরের লোকজন, ফাইল ছবি/ ২৪শে ফেব্রুয়ারী ২০২১/ছবি/এএফপি

যুক্তরাষ্ট্র এই খবরের দিকে নজর রাখছে যে বোকো হারামের সঙ্গে সম্পৃক্ত জঙ্গিরা নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় সম্প্রদায়গুলোর উপর আধিপত্য স্থাপন করছে। অংশত মনে হচ্ছে এটি আল কায়দা সন্ত্রাসী গ্রূপের পুনরুত্থানের এক ধরণের প্রচেষ্টা।

নাইজেরিয়ার নিজার রাজ্যের কর্মকর্তারা বহু মাস ধরে বোকো হারামের তৎপরতার ব্যাপারে হুশিয়ার করে আসছেন যে, গ্ৰুপটি দাবি করে যে তাদের যোদ্ধারা দেশটি ২৫টি ওয়ার্ডের ৫০০'র বেশি গ্রামে এখন সক্রিয়I

শিরোরো স্থানীয় সরকারের কর্মকর্তা, সুলেমান চুকুবা, ভয়েস অব আমেরিকাকে জানান, "তারা লোকজনদের বলে বেড়ায় যে তারা জনগণের বিরুদ্ধে নয়, সরকার ও তার সংস্থাগুলির বিরুদ্ধে লড়ে যাচ্ছেI

তারা বলে শুধুমাত্র ইসলামী শিক্ষাকে অনুমতি দেয়া হবে, তারা জনগণের বিরুদ্ধে হামলা চালাতে বোমাও ব্যবহার করছে; এবং সন্ত্রাসী গ্ৰুপটির পতাকা উড়িয়েছে বহু গ্রামে, যার সংখ্যা ক্রমশই বাড়ছে”। তিনি আরও বলেন , “ এটাই হচ্ছে বোকো হারামের তত্পরতার পদ্ধতি”।

দ্রুত বিবর্তনশীল সন্ত্রাসী এলাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে সচেতন রয়েছেন। সেখানে বিগত কয়েক মাস ধরে বোকো হারাম এবং তাদের প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট সমর্থনপুষ্ট, আইএস ওয়েস্ট আফ্রিকার গত কয়েক মাসে বহুবার উত্থান এবং পতন ঘটেছেI

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গোয়েন্দা সম্পর্কিত বিষয়ে আলোচনায় নাম প্রকাশ না করার শর্তে জানান,"যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে বোকো হারাম জঙ্গিদের অবস্থান সম্পর্কে অবহিত আছে"I

মুখপাত্র বলেন, বোকো হারাম নাইজেরিয়া, ক্যামেরুন, শাদ ও নিজের 'এর অসামরিক লোকজনের ওপর ত্রাসের সৃষ্টি করেছে এবং যুক্তরাষ্ট্র এসব হুমকি মোকাবেলায় নাইজেরিয়ার নিরাপত্তা বিভাগের ক্ষমতা বৃদ্ধির উন্নয়নে সাহায্য প্রদান অব্যাহত রাখবেI

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারাও এ ব্যাপারে উদ্বিগ্নI

XS
SM
MD
LG