অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলের প্রধান একটি মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ


আফগান চিকিৎসাকর্মীরা হাসপাতালের প্রবেশ পথে বোমায় আহতদের চিকিৎসা দেয়ার জন্য প্রতীক্ষারত, ৩রা অক্টোবর, ২০২১, ছবি হোসাঙ্গ হাশিমি/এএফপি

তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, রবিবার বিকেলে কাবুলের প্রধান একটি মসজিদের বাইরে বোমা বিস্ফোরণে কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু ও অনেকেই আহত হয়েছেনI

গত অগাস্ট মাসে ইসলামিক স্টেট খোরাসান পরিচালিত আত্মঘাতী বোমা হামলা, যাতে কাবুল বিমানবন্দরের কাছে ১৩জন আমেরিকান সেনাসহ ২০০ লোকের মৃত্যু হয়েছিল, তারপর এটি ছিল রাজধানীতে পরিচালিত প্রথম কোন হামলাI

তাৎক্ষণিকভাবে কেউ শহরের কেন্দ্রে অবস্থিত ঈদগাহ মসজিদের ওপর হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেনিI দৃশ্যত সম্প্রতি পরলোকগত মুজাহিদের মায়ের জন্য বিশেষ প্রার্থনায় সমবেত লোকজনদের লক্ষ্য করে হামলা চালানো হয়I

কাতার ভিত্তিক তালিবান মুখপাত্র সুহেইল শাহীন জানান, অন্যান্য সতীর্থসহ মুজাহিদ নিরাপদে রয়েছেন,কারণ বিস্ফোরণ যেখানে ঘটে,তারা সেখান থেকে দূরে ছিলেনI

আফগান ইসলামিক স্টেট-এর সহযোগী সংস্থা, যারা ISIS-K নামেও পরিচিত, গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয়নাংগারহার ও কুনার প্রদেশে কতগুলি হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে, যেসব হামলায় কয়েক ডজন সাধারণ নাগরিক ও তালিবান যোদ্ধার মৃত্যু হয়I

XS
SM
MD
LG