অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক ষ্টেট জংগী সংগঠনের জন্য লড়াই করার সন্দেহে বসনিয়ায় ১২জন গ্রেফতার


বসনিয়ারর কর্তৃপক্ষ, ইসলামিক ষ্টেট জংগী সংগঠনের জন্য লড়াই করার সন্দেহে ১২জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছেন।

শুক্রবার আইন বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে ২০১৩ এবং ২০১৪ সালেসন্দেহ ভাজন ব্যক্তিরা সিরিয়া এবং ইরাকে ছিল। দেশব্যাপী গত আটমাস ধরে অতর্কিতে অভিযান চালিয়ে, বোমা, অস্ত্রসশ্ত্্‌ গোলা বারুদ এবং সমরিক সাজসরঞ্জাম জব্দ করা সহ ঐ সন্দেহ ভাজনদেরও আটক করা হয়। Bosniaর সরকারী কর্তৃপক্ষ বলছেন ইসলামিক ষ্টেট গ্রুপের সংগে লড়াই করার জন্য আনুমানিক ১৫০জন বসনিয়ান মধ্যপ্রাচ্যে গিয়েছেন এবং ধারণা করা হচ্ছে ৫০ জন বসনিয়ায় ফিরে এসেছে।

বসনিয়ায় ৩ বছর ধরে চলতে থাকা যুদ্ধ ১৯৯৫ সালে শেষ হয় । এর আগে দেশটিতে ইসলামিক উগ্রবাদ প্রায় একেবারেই অনুপস্থিত ছিল

XS
SM
MD
LG