অ্যাকসেসিবিলিটি লিংক

বস্টন ম্যারাথনে বোমা বিষ্ফোরেণ


যুক্ত্রাষ্ট্রের কর্তৃপক্ষ বস্টন ম্যারাথনের বোমা হামলার সন্দেহভাজনের বিরুদ্ধে ব্যাপক ধ্বংসক্ষম আক্রমণ অভিযান চালানোর অভিযোগ এনেছে। গত সপ্তাহের বিষ্ফোরেণে যে তিনজন নিহত এবং ১৭০ জনের বেশী আহত হয়েছে সে অভিযোগে জাহার সারনায়েভ যদি দোষী সাব্যস্ত হয় তাহ’লে তার মৃত্যুদন্ড হতে পারে।

১৯ বছর বয়সী সন্দেহ ভাজন জাহার সারনায়েভকে হাসপাতাল কক্ষে অভিযুক্ত করা হয়। কর্তৃপক্ষ দেখতে চাইছেন জ়োড়া বিষ্ফোরণের পেছনে অন্য আর কোন উদ্দেশ্য আছে কিনা? তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণদিত ভাবে সম্পদ ধ্বংসেরও অভিযোগ আনা হয়েছে।

এটর্নী জেনারেল এরিখ হোল্ডার বলেন, আনিত অভিযোগগুলোতে এটাই প্রতীয়মান হয় যে যারা নিরপোরাধ আমেরিকানদের নিশানা করবে এবং আমাদের শহরে সন্ত্রাসের হুমকী দেবে তারা বিচার থেকে রেহাই পাবে না।

তিনি আরো বলেন, এই ধরণের বর্বোরচিত কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে।

কড়া পাহারায় সারনায়েভকে হাসপাতালে রাখা হয়েছে এবং গলায় গুলি লাগার কারণে তদন্তকারী কর্মকর্তারা তার সংগে কথা সক্ষম হচ্ছেন না। ধরণা করা হচ্ছে যে সে নিজেই নিজেকে আঘাত করেছে।

৩০শে মে, তাকে আদালতে হাজির করার তারিখ ধার্য্য আছে।
XS
SM
MD
LG