যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা রাশিয়ার দাগেস্থান প্রজান্ত্রে অবস্থানরত বসটন ম্যারাথনে বোমা বিষ্ফোরণের সন্দেহভাজন দুইভাইএর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। তদন্তকারীরা নির্ধারণ করার চেষ্টা করছেন আক্রমণের কয়েক মাস আগে কি তাদেরকে অনুপ্রাণিত করেছিল।
আমেরিকার কর্তৃপক্ষ রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সংগে একযোগে কাজ করছেন। মংগলবার রাতে দুজনের সাক্ষাতকার গ্রহন করা হয় এবং সন্দেহভাজনের মা জুবেইদাত সারনেভকে বুধবার আরো জিজ্ঞাসাবাদের জন্য ফোন করা হয়।
তদন্তকারীরা বিশেষভাবে খোঁজার চেষ্টা করছেন বড় ভাই তামিরলান সারনায়েভ গত বছর যখন দাগেস্তান এবং চেচনিয়ায় ৬মাস ছিল তখন তার সংগে ইসলামিক চরমপন্থীদের কোন রকম যোগাযোগ হয়েছিল কিনা।