অ্যাকসেসিবিলিটি লিংক

যারা বস্টান ম্যারাথনে নিহত হন তাদের বস্টান সম্মান জানায়


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, সোমবার বস্টান ম্যারাথনে যারা বিস্ফোরণে নিহত হন তাদের জন্য এক স্মরণ সভায় যোগ দেন। তিনি তার ভাষণে বলেন যে, যে সন্ত্রাসীরা বোমা হামলার জন্য দায়ী, জাতির সংকল্পই তাদের জন্য সবচাইতে বড় তীব্র তিরস্কার।

ম্যাসাচুসেটস রাজ্যের বস্টানে হোলি ক্রোস ক্যাথিড্রালে যারা স্মরণ সভায় যোগ দেন, তাদের উদ্দেশ্যে বলেন শহরটি আমেরিকানদের স্মরণ করিয়ে দেয় যে তাদের এগিয়ে যেতে হবে এবং অটল থাকতে হবে।


ওদিকে ভিডিও ও ছবি সূত্রগুলো থেকে সন্দেহভাজন বোমা হামলাকারীকে শনাক্ত করার কাজ অব্যাহত রয়েছে। বস্টান ম্যারাথনে এ যেসব ছবি ও ভিডিও তোলা হয় তা থেকে বুধবার একটা সম্ভাব্য সূত্র পাওয়া গেছে।

তদন্তকারীরা যার উপর মনোযোগ দিচ্ছেন তা হচ্ছে এক ব্যাক্তিকে দেখা গেছে একটি ব্যাগ নামিয়ে রাখতে। তারপর দেখা গেছে দ্বিতীয় মারাত্নক ওই বিস্ফোরণের স্থান থেকে সেই লোককে হেটে যেতে। সোমবার ওই জোড়া বিস্ফোরণে ৩জন নিহত হয় আর আহত হয় ১৭০ জনের বেশি।
XS
SM
MD
LG