অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় অস্ত্র বিরতির জন্যে ব্রাহিমি ইরানের সহায়তা চাইলেন


সিরিয়ার জন্যে জাতিসংঘ ও আরব লীগের দূত আসন্ন ইদুল আজহা উপলক্ষে সিরিয়ায় অস্ত্র বিরতি স্থাপনের জন্যে ইরানের সাহায্য চেয়েছেন।

আজ সোমবার প্রকাশিত এক বিবৃতিতে লাখদার ব্রাহিমি বলেছেন প্রতিদিন সিরিয়ার পরিস্থিতির অবনতি ঘটছে এবং সেখানে রক্তক্ষরণ বন্ধ করা অত্যন্ত জরুরী।

ইরাকি প্রধানমন্ত্রী নুরই আল মালিকি , বাগদাদে ব্রাহিমির সঙ্গে বৈঠকের পর , সিরিয়া সংঘাতের নিস্পত্তির লক্ষে দ্রুত অগ্রগতি সাধনের জন্যে আবার ও আহ্বান জানান।

এর আগে মি ব্রাহিমি ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনিজাদ ও পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহী সহ ইরানী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ইদুল আজহা শুরু হচ্ছে আগামি সপ্তায়।

এদিকে সিরিয়ার আলেপ্পো শহর গামী , আর্মেনিয়ার একটি বিমানকে তুর্কূী কর্তৃপক্ষ অবতরণ করতে বাধ্য করেছে যাতে করে তারা বিমানের মালপত্র তল্লাশি করতে পারে। তুর্কি কর্মকর্তারা বলেছেন যে বিমানটি অবশ্য মানবিক সাহায্য বহন করছিল এবং তল্লাশি শেষে বিমানটিকে ছেড়ে দেওয়া হয়।
XS
SM
MD
LG