অ্যাকসেসিবিলিটি লিংক

সিরীয় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতিসংঘের মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি


জাতিসংঘের মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি আজ সিরীয় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন কারণ সিরিয়ার সরকার এবং বিরোধীদের মধ্যে আলোচনা শেষ হয়েছে কোন রকম সিদ্ধান্ত ছাড়াই।

ব্রাহিমি বলেছেন সিরীয় জনগণ আশা করছিলেন যে এই আলোচনা তাদেরকে সংকটের বাইরে নিয়ে আসবে। তিনি বলেন তার পরিবর্তে এই দুই দফা আলোচনায় তেমন কিছুই অর্জিত হয়নি। তাৎক্ষনিক ভাবে এটা পরিস্কার নয় যে তৃতীয় দফার আলোচনা কবে শুরু হবে।

আজ দুপক্ষের সঙ্গে ব্রাহিমির বৈঠক ছিল শান্তি আলোচনাকে উদ্ধার করার, সর্বশেষ প্রচেষ্টা।

এর আগে গতকাল সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠি বলে যে সরকারের সঙ্গে এই শান্তি আলোচনার অগ্রগতির পথ রুদ্ধ।

বিরোধীদের মুখপাত্র লুয়ায় সাফি তাঁর কথায় সরকারের যুদ্ধংদেহী মনোভাবকেই দায়ী করেছেন। সিরিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী ফায়সাল মিকদাদ বলেন যে বিরোধীদের আলোচ্যসূচি অবাস্তব।

বিরোধীরা অন্তবর্তী সরকার নিয়ে আলোচনা করতে চায় , যার মানে হচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বাদ দেওয়া। তবে সরকার বলছে যে আসলে দৃষ্টিপাত করা উচিৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দিকে।
XS
SM
MD
LG