অ্যাকসেসিবিলিটি লিংক

ভয়ানক পরিস্থিতির মুখে ব্রাজিল


ব্রাজিলের মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেলে, যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞার তারিখ দুদিন এগিয়ে নিয়ে আসে; এখন এই নিষেধাজ্ঞা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে I ব্রাজিলের স্বাস্থ্য দপ্তর গত ২৪ ঘণ্টায় ৮০৭জনের মৃত্যুর খবর দিয়েছে I যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬২০ জনের I ব্রাজিলের নিষেধাজ্ঞা সেইসব বিদেশিদের বেলায় প্রযোজ্য হবে, যারা, ১৪দিন ধরে ব্রাজিলে অবস্থান করেছেন I কোনো লক্ষণ নেই, অথচ সংক্রমিত কেউ এদেশে রোগ ছড়াতে পারেন এই ভেবে এই হুঁশিয়ারি দেয়া হয়েছে I

ব্রাজিলে মৃতের সংখ্যা ২২০০০ ছাড়িয়ে গেলে, প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এর দায়িত্ব নিতে অস্বীকার করেন ;বরঞ্চ তিনি এর দোষ চাপিয়ে দেন বিভিন্ন মেয়র, গভর্নর ও বিদায়ী স্বাস্থ্যমন্ত্রীর ওপরে I এছাড়া তিনি তাঁর প্রশাসনকে অস্থিতিশীল করার জন্য সংবাদ মাধ্যমকে দোষারোপ করেন I

প্রেসিডেন্ট বোলসোনারো করোনা সঙ্কটের হুমকিকে এখনো প্রত্যাখ্যান করে চলেছেন I এই মহামারীকে "little flu" হিসাবে আখ্যা দিয়ে তিনি ব্যবসা-বাণিজ্য পুনরায় খুলে দেবার ঘোষণা দিয়েছেন I

XS
SM
MD
LG